বাংলাদেশ বেতারের কেন্দ্রীয় বার্তা সংস্থা থেকে প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ১২টা ১০ মিনিট পর্যন্ত ২০টি সংবাদ বুলেটিন প্রচারিত হয় । এর মধ্যে প্রাইম বুলেটিন হিসাবে ২০ মিনিট স্থিতির সকাল ৭টা ও রাত সাড়ে আটটার বাংলা সংবাদ সকল বেসরকারি বেতার কেন্দ্র থেকেও একযোগে রিলে করা হয়। এ দুটি বুলেটিন আমাদের ফেসবুক পেইজ থেকেও লাইভ স্ট্রিমিং করা হয়। সকাল ৮টা এবং রাত সাড়ে নয়টায় দশ মিনিটের ইংরেজি প্রাইম বুলেটিন প্রচারিত হয়। অন্যান্য বুলেটিন পাঁচ মিনিট স্থিতির এবং সেগুলো প্রতি ঘণ্টায় প্রচার করা হয়। অতি সম্প্রতি বিকেল তিনটার বুলেটিনও ফেসবুকে লাইভ স্ট্রিমিং করা হচ্ছে। উল্লেখ্য, দুপুর একটা, বিকেল পাঁচটা এবং রাত ১২:০৫ ঘটিকায় প্রচারিত হয় ইংরেজি সংবাদ। আর বিকেল ৫টা বেজে পাঁচ মিনিটে রয়েছে বাণিজ্যিক সংবাদ, সন্ধ্যা সাতটায় স্থানীয় সংবাদ এবং রাত আটটা বেজে পাঁচ মিনিটে খেলাধুলার সংবাদ। এছাড়া রাত আটটা ৫০ মিনিটে বাংলায় এবং নয়টা ৪০ মিনিটে ইংরেজিতে সংবাদ পর্যালোচনা পরিবেশিত হয়। পুরো সপ্তাহের উল্লেখযোগ্য ঘটনাবলী নিয়ে কেন্দ্রীয় বার্তা সংস্থা থেকে প্রতি বৃহস্পতিবার রাত দশটায় ইংরেজিতে উইকলি রাউন্ডআপ এবং শুক্রবার সকাল দশটা পাঁচ মিনিটে সাপ্তাহিক পরিক্রমা প্রচারিত হয়। এছাড়া প্রতি সোমবার সন্ধ্যা ছয়টা ৩৫ মিনিটে থাকে বাংলা এবং ইংরেজিতে সাপ্তাহিক সার্ক বুলেটিন। মঙ্গল ও বুধবার রাত দশটায় প্রচারিত হয় বিশ্বের বিভিন্ন বেতার কেন্দ্র থেকে বাংলাদেশ সম্পর্কিত খবরাখবর নিয়ে সংকলিত বাংলা ও ইংরেজি বুলেটিন।