বাংলাদেশ বেতারের প্রাণকেন্দ্র বার্তা বিভাগে আপনাকে স্বাগত জানাই।
বার্তা বিভাগের অধীনে সারা দেশে রয়েছে ১৪টি আঞ্চলিক বার্তা সংস্থা। দিনের শুরু থেকে মধ্যরাত পর্যন্ত প্রতি ঘণ্টায় কেন্দ্রীয় বার্তা সংস্থা থেকে প্রচারিত হয় দেশ-বিদেশের সর্বসাম্প্রতিক খবর, মতামত, প্রতিবেদন, সাক্ষাৎকার, খেলার খবর ও আবহাওয়া বার্তাসহ বিভিন্ন তথ্যমূলক সংবাদ। রাজনীতি, অর্থনীতি, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, খেলাধুলা, নারী উন্নয়ন, সরকারের বিভিন্ন উন্নয়ন ও সংস্কার কর্মসূচি, তথ্য অধিকার আইন, জলবায়ু পরিবর্তনসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় তুলে ধরা হচ্ছে বার্তা বিভাগের যাবতীয় পরিবেশনায়।
সকাল সাতটা এবং রাত সাড়ে আটটার ২০-মিনিটব্যাপী জনপ্রিয় প্রাইমটাইম বুলেটিন দেশের বেসরকারি এফএম রেডিও স্টেশনগুলোও রিলে করছে। বাংলাদেশ বেতারের বার্তা বিভাগের সঙ্গে আপনার যোগাযোগকে আরও স্বাচ্ছন্দ্যময় করতে চালু রয়েছে আমাদের ফেসবুক পেইজ।
সংবাদ শুনুন এগিয়ে থাকুন তথ্যপ্রবাহের এই যুগে। সবসময় আমাদের সঙ্গে থাকতে অনুগ্রহ করে আমাদের ফেসবুক পেইজের পোস্টগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।