একটি জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করে আবেদন ফর্মে প্রবেশ করুন এবং সতর্কতার সঙ্গে প্রতিটি ধাপ সম্পন্ন করুন।
ফরমে নেক্সট এবং সাবমিট বাটন প্রেস করার আগে ভালো করে আপনার দেওয়া তথ্য যাচাই করে নিন।
কোনো ভুল তথ্য সম্বলিত অথবা অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য হবে না।
বাংলা লেখার জন্য ইউনিকোড ব্যবহার করুন। সংখ্যাগুলো ইংরেজিতে লিখুন।
ইমেইল অ্যাড্রেস লেখার ঘরে আপনার সচরাচর ব্যবহৃত ইমেইল (gmail, yahoo, hotmail বা অন্য যেকোনো) উল্লেখ করুন।
একই সঙ্গে বাংলা এবং ইংরেজি উভয় শ্রেণিতে অডিশনের জন্য আবেদন করা যাবে না।
একজন ব্যক্তি একাধিক আবেদন করলে সবগুলো আবেদন বাতিল হয়ে যাবে।
আবেদনের যোগ্যতা
আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
সংবাদ উপস্থাপনার জন্য নূন্যতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক/সমমান।
প্রার্থীকে শুদ্ধ বাংলা/ইংরেজি উচ্চারণ ও বাচনভঙ্গিতে পারদর্শী হতে হবে।
প্রার্থীর স্বাভাবিক দৃষ্টিশক্তি থাকতে হবে।
আবেদন জমা দেওয়ার পর
আবেদন সফলভাবে সাবমিট করা হলে আপনার দেওয়া ইমেইল ঠিকানায় একটি নিশ্চিতকরন ইমেইল পাঠানো হবে।
আবেদনপত্র বাছাইয়ের পর যোগ্য বিবেচিত হলে অডিশনের আগে আপনাকে সময়সূচি জানিয়ে দেওয়া হবে।
অডিশনের দিন জাতীয় পরিচয়পত্র এবং শিক্ষাগত যোগ্যতার সকল সার্টিফিকেটের মূল কপিসহ এক সেট সত্যায়িত কপি আনতে হবে।
প্রথম শ্রেণির গেজেটেড সরকারি কর্মকর্তা/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দেয়া চরিত্রগত ও জাতীয়তা সম্পর্কিত সার্টিফিকেটের মূল কপি এবং এক সেট সত্যায়িত কপি সঙ্গে আনতে হবে।
অডিশনে অংশ নেওয়ার জন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না।
আবেদনের বিষয়ে কোনো প্রকার সুপারিশ গ্রহণযোগ্য নয়। আবেদনপত্র গ্রহণ বা বাতিলের যাবতীয় অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।